বাউফলে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত মৌসুমী ফল

বাউফলে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত মৌসুমী ফল

এম অহিদুজ্জামান ডিউক বাউফল প্রতিনিধি ,
পটুয়াখালী বাউফলের পৌরশহর সহ বিভিন্ন হাট বাজারে দেদারছে বিক্রি হচ্ছে ফরমালিন মেশানো মৌসুমী ফল। ফরমালীন পরীক্ষার যন্ত্র না থাকায় অভিযান চালানো যাচ্ছেনা বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। যে কারনে ফরমালিন যুক্ত ফল বিক্রি বন্ধ দু:সাধ্য হয়ে পরেছে।
জানাগেছে, বাউফল শহরসহ  ধুলিয়া, কালিশুরী, নুরাইনপুর, নওমালা, কালাইয়া বন্দর  ও বগা ইউপির প্রায় ২০ থেকে ২৫টি আরদে যশোর, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, পাবনা ও গাজিপুরের ভাওয়াল থেকে কলা, আম, কাঠাল, আনারশ, লিচু ও লেবুসহ নানা ধরণের ফল আনা হয়। এ ফলগুলো ট্রাক কিংবা যাত্রীবাহী লঞ্চ ও মালবাহি কার্গোতেও আনা হয়। ফলগুলো নিয়ে আসার পথে সুবিধাজনক স্থানে ফলের কার্টুনে কিংবা খোলা অবস্থায় ফরমালিনের পানি ছিঁটিয়ে দেয়া হয়। এরফলে ১২ ঘন্টার মধ্যে ফলগুলোতে দৃষ্টিনন্দন রং আসে। কোনক্রমে পথে ওই কাজটি করতে না পারলে স্থানীয় আরদগুলো থেকে পাইকারদের কাছে বোতলভর্তি ফরমালিনযুক্ত পানি সরবরাহ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আরদদার জানান, ফরমালিন না দিলে ফল রাখা যায়না, আর সারা দেশেই এ কাজটি করা হচ্ছে। তারা আরও জানান, রমজান উপলক্ষে ফলের আমদানি স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। এই মালামাল সংরক্ষণের বিকল্প কোন পথ নাই। উপজেলার ছোট বড় শতাধীক হাটবাজারে ফরমালিনযুক্ত ফল বিক্রি হওয়া সম্পর্কে ইউএনও শুভ্রা দাস (অতিরিক্তি দায়িত্ব) বলেন, ফরমালিন পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় কিডস্ বাউফলে নেই। যার কারণে মৌসুমী ফলের বাজার পর্যবেক্ষণ কিংবা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছেনা।